School History

কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলাধীন “পূর্ব বড় ভেওলা” একটি আদর্শ ইউনিয়ন । কামার, কুমার, শিক্ষক, জেলে, কৃষক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সর্ব স্তরের লোকজনের আবাসভূমি এই ইউনিয়ন। বহু সরকারী ও বেসরকারী স্কুল ও মাদ্রাসাসহ বহু বিদ্যাপীঠের সমাবেশ অত্র এলাকা কিন্তু লোকসংখ্যার তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল। এতদঞ্ছলে শিক্ষা বিস্তারের মানসে দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জমিদার, জনাব আলহাজ্ব এস. এম. বদরুদ্দৌজা চৌধুরী, মিশনারী হজরত খান বাহাদুর আহছান উল্লাহ ওয়ারসী (রঃ) [ বাংলাদেশ ও বহির্বিশ্ব ] এর প্রত্যক্ষ সহযোগিতা ও বিশিষ্ট দানী ব্যক্তি জনাব মরহুম বজলুর রহমান সিকদার, জনাব আলহাজ্ব নুরুল আবচার চৌধুরী সহ আরও বহু গুণী ব্যক্তির প্রচেষ্টায় এ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তোরণ দ্বারে একমাত্র অত্র পূর্ব বড় ভেওলা গরীবে নেওয়াজ আহছান উল্লাহ মিশনারী উচ্চ বিদ্যালয় ১৯৮৩ ইংরেজি সনে প্রতিষ্টিত হয়ে এলাকার জনসাধারণের মধ্যে শিক্ষার আলোক বিস্তার করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন হতে মান্যবর জনাব ছিদ্দিক আহমদ প্রধান শিক্ষক পদে থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। ............